ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী |

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, কয়েক মিনিটের গরম বাতাসে হাওরের এমন দুর্যোগ বয়স্ক লোকেরাও দেখেননি বা শোনেননি। ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপারে কৃষি মন্ত্রীর সাথে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দ্রশ্রী হাওরে বোরো ধানের ক্ষয়ক্ষতি দেখে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, লগডাউনের পর আমি ঢাকা গিয়ে কৃষিমন্ত্রীর সাথে সরাসরি কথা বলব। দুর্যোগ মোকাবেলায় কৃষকদের সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরনের সহযোগিতার করা হবে।

এ সময় নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, ওসি ফেরদৌস আলম, কৃষি অফিসার মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম হান্নান, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান একে এম নূরুল ইসলাম ছদ্দু প্রমুখ।

রবিবার রাতের কয়েক মিনিটের ঝড়ো হাওয়ায় হাজারো কৃষকের স্বপ্ন মুহূর্তে বিলীন হয়ে গেছে। সোমবার সকালে বোরো জমিতে গিয়ে কৃষকরা দেখতে পায় শীষে ধান নেই, জমিতে শুধু ধান গাছ দাঁড়িয়ে আছে। নেত্রকোনার হাওরাঞ্চল মদন উপজেলার কৃষকদের ঘরে রান্না বান্না বন্ধ করে রেখে চলছে করা কান্না।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *