হিমছড়ি সৈকতে ভেসে এল বিশাল আকৃতির মৃত তিমি! (ভিডিও) |

করোনা লকডাউনের কারণে জনমানবহীন কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের পানিতে ভেসে এল একটি বড় মৃত তিমি, তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন সাগরের পানিতে ভাসমান অবস্থায় প্রথমে তিমিটিকে দেখতে পান বলে জানান। পরে কাছে গিয়ে এটিকে মৃত পাওয়া যায়।

তিমিটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে লকডাউনের কারণে জনমানব শূন্য সৈকতের কাছাকাছি আসলে তিমিটিকে সাগর দস্যুরা হত্যা করে থাকতে পারে। অথবা গভীর সাগরের কোথাও এটিকে শিকারীরা হত্যা করেছে। পরে ভাসতে ভাসতে সৈকতে এসেছে।

মৃত তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে তিমিটি আরো কয়েকদিন আগে মারা পড়েছে বলে মনে করা হচ্ছে।

গতবছর লকডাউনের সময়েও সৈকতে ডলফিন ভেসে এসেছিল এবং দস্যুরা ওগুলো হত্যা করেছিল।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *