দিদি বললেও প্রার্থী হতাম না, এই রাজনীতিতে অভ্যস্ত নই : দেব

কলকাতা, ১৪ এপ্রিল – রাজনীতির সঙ্গে কোনোভাবেই নিজেকে খাপ খাওয়াতে পারছেন না বলে জানিয়েছেন ওপার বাংলার তারকা সাংসদ দেব। তিনি বলেন, রাজনীতি বড্ড জটিল হয়ে গেছে। বুঝে উঠতে পারছি না এটা কিসের নির্বাচন। দিদি (মমতা ব্যানার্জি) যদি আমাকে এই নির্বাচনে প্রার্থী হতে বলতেন, তাহলেও আমি হতাম না। কারণ এই রাজনীতিতে আমি অভ্যস্ত নই।

গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে এ সব কথা বলেন এই অভিনেতা। দেব আরও বলেন, আমি বিশ্বাস করি, মানুষের সুখে-দুঃখে যারা পাশে থাকবে এমন রাজনৈতিক দলেরই সরকারে ক্ষমতায় থাকা উচিত। কিন্তু বর্তমান সময়ের রাজনীতি একদম আলাদা হয়ে গেছে।

আরও পড়ুন : জোর করে মমতার মঞ্চে নিয়ে গিয়েছিল তৃণমূলের গুন্ডারা : আনন্দ বর্মনের দাদু

দেব বলেন, ‘বর্তমানে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। ভোটে জেতার জন্য আর ভোট পাওয়ার জন্য হিন্দু নেতারা হিন্দুদের বলছেন, আপনারা সুরক্ষিত নন, আপনারা আমাদের ভোট দিন সুরক্ষিত রাখব। মুসলমানদের ক্ষেত্রেও একই ঘটনা। আসলে দেশে একমাত্র সুরক্ষিত সেই নেতারাই যারা সবাইকে বোকা বানিয়ে ভোট নিয়ে হিন্দু-মুসলমানের লড়াই বাঁধিয়ে দেন।’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন
অভি/ ১৪ এপ্রিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *