সিআরপির বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবিপ্রবিতে কর্মসূচি

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনে দেশের শীর্ষ প্রতিষ্ঠান সাভারের সিআরপি এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)র যৌথ উদ্যোগে পাবিপ্রবি ক্যাম্পাসে বুধবার বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।এদিন সকাল থেকে দিনব্যাপী একটানা চলা বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি ৬ শতাধিক স্থানীয় মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। ফিজিওথেরাপি, মেডিসিন, গাইনি, চক্ষু, শিশু রোগ সহ বিভিন্ন ভিাগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সিআরপি থেকে ৬ জনের বিশেষজ্ঞ চিকিৎসক দল পাবনা এসে পৌঁছান।বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনে এই কর্মসূচি নেওয়া হয় বলে সিআরপি ও পাবিপ্রবি কর্মকর্তারা জানান।
এদিন সকালে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স প্রধান অতিথি হিসাবে স্বাস্থ্য সেবা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রোস্তম আলীসহ সিআরপি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিআরপি কর্মকর্তা জাহিদুদ্দিন আকন্দ কালের কণ্ঠকে জানান, প্রান্তিক ও সাধারণ মানুষকে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা সম্পর্কে জানানো ও বোঝানোর জন্য তারা এই স্বাস্থ্য সেবা কর্মসূচির আয়োজন করেছেন।
তিনি আরো বলেন, জাতির জনকের পুরোটা জীবন কেটেছে সাধারণ থেটে খাওয়া মেহনতি মানুষের কল্যাণে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিবীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে ১৭ মার্চ পাবিপ্রবির সাথে যৌথ উদ্যোগে সিআরপি পাবনায় বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা কর্মসূচির আয়োজন করেছে। স্বাস্থ্য সেবা কর্মসূচিতে ফিজিওথেরাপিসহ অন্যান্য বিষয়ে রোগ নির্ণয়, চিকিৎসকের পরামর্শপত্রের পাশাপাশি দুস্থদের মাঝে বিনামূল্যে ওষুধও প্রদানও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *