২০ বছরের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ দুই দশমিক ২৬ ট্রিলিয়ন ডলার

ঢাকা, ১৮ এপ্রিল – আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ২০ বছরের যুদ্ধে এখন পর্যন্ত মোট খরচ হয়েছে দুই দশমিক ২৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। দীর্ঘ এ যুদ্ধে মোট দুই লাখ ৪১ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর ভয়েস অব আমেরিকা ও বিজনেস ইনসাইডারের।

চলতি বছর মার্কিন সেনাদের আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলেও এ খরচ বাড়তে থাকবে বলেও জানানো হয়।

সম্প্রতি আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট এবং বোস্টন ইউনিভার্সিটির পারডি সেন্টার গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুসারে, মোট খরচের শতকরা ৪১ ভাগ বা ৯৩৩ বিলিয়ন ডলার এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওভারসিজ কন্টিনজেন্সি অপারেশন্স খাত থেকে। আফগান যুদ্ধের মোট খরচের ২৯৬ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে আফগান ফেরত সেনাদের চিকিৎসার জন্য।

আরও পড়ুন : অন্টারিও প্রদেশে নতুন বিধিনিষেধ আরোপ

গবেষণা প্রতিবেদনে বলা হয়, আফগান যুদ্ধের সরাসরি ফল হিসেবে এ পর্যন্ত আফগানিস্তান ও পাকিস্তানে মারা গেছে দুই লাখ ৪১ হাজার মানুষ। এর মধ্যে রয়েছে দুই হাজার ৪৪২ জন মার্কিন সেনা, ছয়জন প্রতিরক্ষা দপ্তরের বেসামরিক লোক, তিন হাজার ৯৩৬ জন মার্কিন ঠিকাদার এবং মিত্র জোটের এক হাজার ১৪৪ জন সেনা।

যুদ্ধে ৬৬ হাজার থেকে ৬৯ হাজার আফগান সেনা ও পুলিশ মারা গেছে এবং পাকিস্তানের সেনা মারা গেছে নয় হাজার ৩১৪ জন।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৭১ হাজারের বেশি বেসামরিক নাগরিক মারা গেছে, যার মধ্যে ৪৭ হাজার আফগানিস্তানের ও ২৪ হাজার পাকিস্তানের। অন্য দিকে আফগান তালেবান মারা গেছে ৫১ হাজার এবং পাকিস্তানের তালেবান ও তালেবানপন্থি গেরিলা মারা গেছে ৩৩ হাজার।

সূত্র : এনটিভি
এন এ/ ১৯ এপ্রিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *