ফেসবুকে উস্কানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা |

সংবাদ সম্মেলনে কথা বলছেন কক্সবাজারের পুলিশ সুপার মো হাসানুজ্জামান। ছবি:

ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য প্রচার করে সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো হাসানুজ্জামান।

মঙ্গলবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

পুলিশ সুপার বলেন, কক্সবাজারের মহেশখালীতে সম্প্রতি বেশ কিছু লোক হেফাজতের নামে উপজেলা প্রশাসন অফিস ও থানা ভবনের মত সরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আগুন দিয়েছে আওয়ামী লীগ অফিসে এবং ভাঙচুর করেছে দ্বীপের হিন্দু পল্লীর বাড়ি-ভিটা।

হামলার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নামে নানা ধরনের বিভ্রান্তিমুলক তথ্যও প্রচার করা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার জানান, ফেইক আইডি খুলেও অপপ্রচার চালানো হচ্ছে। এদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমরা জেলা পুলিশ খুবই সতর্কতার সঙ্গে কাজ করছি। ফেসবুকে বিভ্রান্তি ছড়ানো ও অপপ্রচারের কারণে ইতোমধ্যে চকরিয়ায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হেফাজত ইস্যুতে মহেশখালীতে তিনটি ও টেকনাফে একটি মামলা হয়েছে। এসব মামলায় আসামিদের মধ্যেও যদি কেউ নিরপরাধ হয়ে থাকে তা তদন্তে ব্যবস্থা নেওয়া হবে।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *