পটল বিক্রি করে বাড়ি ফেরা হলো না চাষির |

নওগাঁর বদলগাছী বাজারে ক্ষেতের পটল বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক পটল বিক্রেতা। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা আবহাওয়া অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার নাউরাইল গ্রামের আব্দুল খালেক (৫০) তার ক্ষেতের পটল বিক্রি করতে বুধবার সকালে বদলগাছী বাজারে আসেন। সকাল ১০ টার পর বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলা আবহাওয়া অফিসের সামনে এক মোটরসাইকেল আরোহী সজোড়ে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

মৃতের ছেলে আবু হাসান জানায়, তার বাবা পটল নিয়ে সকালে বদলগাছী বাজারে এসেছিলেন। 

মোটরসাইকেল আরোহী উপজেলার সোহাসা গ্রামের মোহসিনকে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তথ্য সংগ্রহকালে তাৎক্ষণিকভাবে বদলগাছী থানার এসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *