বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ৪১ লক্ষাধিক, মৃত্যু সোয়া ৩২ লাখ |

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ২৪৪ জন এবং মারা গেছে ৩২ লাখ ২৬ হাজার ৮৭৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ৮৫৮ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৫১১ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। সারাবিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ১১ হাজার ৪৫৩ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩২ লাখ ৩০ হাজার ৫৬১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৯১ হাজার ৫১৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি দুই লাখ ৭৫ হাজার ৫৪৩ জন এবং মারা গেছে দুই লাখ ২২ হাজার ৩৮৩ জন। 

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৫৫ হাজার ৮২৮ জন এবং মারা গেছে তিন হাজার ৪৩৮ জন। 

এর আগের দিন দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল তিন লাখ ৭০ হাজার ৫৯ জন এবং মারা গেছে তিন হাজার ৪২২ জন।

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৬৬ লাখ ৭০৩ জন এবং আক্রান্ত অবস্থায় রয়েছে ৩৪ লাখ ৫২ হাজার ৪৫৭ জন।

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৩৪ জন এবং মারা গেছে চার লাখ আট হাজার ৮২৯ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *