গফরগাঁওয়ে ১৫০ জন পেলেন সম্মানী ভাতার চেক |

ময়মনসিংহের গফরগাঁওয়ে আমার বাড়ি আমার খামার প্রকল্পের অধীনে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত সমিতির ১৫০ জন সভাপতি-ম্যানেজারের মধ্যে সম্মানী ভাতার চেক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই চেক বিতরণ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক শাহজাহান সিরাজী সহ সমিতির সভাপতি ও ম্যানেজার বৃন্দ।

প্রসঙ্গত, উপজেলায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের অধীনে চার শতাধিক সমিতি রয়েছে। সমিতির হতদরিদ্র ও ছিন্নমূল সদস্যদের অনেকে প্রকল্প থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন ও স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালান।

উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক শাহজাহান সিরাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ের হতদরিদ্র জনগোষ্ঠির লোকজন উপকৃত হচ্ছেন।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *