ঢাকায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো হাওয়া |

চলতি মৌসুমে ঢাকা শহরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে আজ। ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে এই বৃষ্টি হয়। একই সময়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টিও হয়েছে। আকাশ এখনো মেঘে ঢাকা।

মঙ্গলবার (১১ মে) সকালে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ঢাকায় আজ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভোর ৪টা থেকে সকাল প্রায় সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এ বছর ঢাকা শহরে এটাই সর্বোচ্চ বৃষ্টি।’

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিমদক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিমি, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমিতে ওঠতে পারে।

বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা অব্যাহত থাকবে। বর্ধিত পাঁচদিনে যা কিছুটা কমতে পারে।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *