করোনায় আরও ৪০ মৃত্যু, আক্রান্ত ১১৪০

ঢাকা, ১২ মে – গত একদিনে দেশে করোনাভাইরাসে আরও ৪০ জনের মৃত্যুর হয়েছে।দেশে এ পর্যন্ত ১২ হাজার ৪৫ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এদিকে গত একদিনে তার আগের কয়েকদিনের তুলনায় দৈনিক করোনা শনাক্তের সংখ্যা আরও কমেছে। গত একদিনে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪০ জন। এতে শনাক্তের হার কমে ৭.৪৫ শতাংশ হয়েছে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষায় ১ হাজার ১৪০ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী সুস্থ হয়েছেন ২ হাজার ৯২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা শুধুই বাড়ছে। গত ১৬ এপ্রিল মৃত্যু একশো ছাড়ায়। সেদিন ও তার পরদিন ১৭ এপ্রিল ১০১ করে মৃত্যু হয় করোনায়। ১৮ এপ্রিল ১০২ জন ও ১৯ এপ্রিল ১১২ জন মারা যান, যা একদিনে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় প্রথমে ২১ এপ্রিল ও পরে তা বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল সরকার। এরপর সেটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ১২ মে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *