আগুয়েরোকে সতর্ক করলেন গার্দিওলা |

চলতি মাসের শেষভাগে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লড়ার আগে সার্জিও আগুয়েরোকে সতর্ক করে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, সেখানে আবেগ প্রকাশের কোনো সুযোগ থাকবে না। দীর্ঘ ১০ বছর ধরে সফলতার সঙ্গে প্রিমিয়ার লিগে খেলে যাওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার এই মৌসুম শেষেই সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি ইতোমধ্যে সিটির হয়ে সর্বকালের সর্বাধিক গোলদাতার আসন দখল করেছেন। কিন্তু তার বিদায়ী বছরটি খুব একটা ভাল কাটেনি।

ইনজুরির কবলে পড়া আগুয়েরো এই মৌসুমে মাত্র ১৮টি ম্যাচে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। বর্তমানে ইনজুরিতে থাকা আগুয়েরো আগামী রবিবার এভারটনের বিপক্ষে ইত্তেহাদ স্টেডিয়ামে ম্যাচে ফিরতে পারেন। তবে ৩২ বছর বয়সি এই স্ট্রাইকারকে আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলানোর কোনো নিশ্চয়তা দিতে পারছেননা গার্দিওলা। এটি হবে ম্যানচেস্টার সিটির প্রথমবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।

স্প্যানিশ কোচ খেলোয়াড় নির্বাচনের সময় ঠাণ্ডা মাথায় কাজের বিষয়কে অগ্রাধিকার দেয়ার কথা জানিয়ে বলেন, ‘আমাকে বেশ ঠাণ্ডা মাথায় কাজ করতে হবে। ম্যাচ জয়ের জন্য সেরাদের বিবেচনায় নিয়ে আমাকে দল গঠন করতে হবে। এবং আমি তাই করব। সার্জিও যদি ফিট থাকে তাহলে সে আমাদের সাহায্য করতে পারবে- এটি নিশ্চিত। সে যদি খেলতে পারে তাহলে গোল করে সহযোগিতা করতে পারবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বলে কথা। যাদের দ্বারা ম্যাচ জয়ের সুযোগ বেশি থাকবে তাদের বিষয়েই আমাকে সিদ্ধান্ত নিতে হবে।’

গার্দিওলার এখন ব্রাইটনের বিপক্ষের ম্যাচের প্রতি মনোযোগ দেবেন, যেখানকার পারফর্মেন্সের ভিত্তিতে তিনি চেলসির বিপক্ষে ফাইনালের একাদশ গড়তে পারেন। অনুশীলনে খেলোয়াড়রা পোর্তোর একাদশে নিজেরা যোগ্য বলে কোচকে প্ররোচিত করার চেষ্টা করছে বলে স্বীকার করেন গার্দিওলা। তিনি বলেন, ‘তাদেরকে বোকা বলা যাবেনা।বরং তারা খেলার আগ্রহ দেখাচ্ছে এবং এটি আমার কাছে চমৎকার বিষয়।’


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *