ঢাকায় ‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে মামলা |

এবার রাজধানীর মতিঝিল থানায় ‘শিশুবক্ত’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আদনান শান্ত নামে একজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় মামলাটি দায়ের করেছেন।

সৈয়দ নুরুল ইসলাম জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে তাঁর বিরুদ্ধে গাজীপুরে আরেকটি মামলা করা হয়। সেই মামলায় তাঁকে আজ কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার (৭ এপ্রিল) রফিকুল ইসলামকে নেত্রকোনা থেকে আটক করে র‌্যাব। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *