জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন শাহরিয়ার নাফীস |

আর একদিন পরেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে উঠবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই যাত্রায় তামিমদের সঙ্গী হচ্ছেন সাবেক ক্রিকেট তারকা শাহরিয়ার নাফীস। দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য থাকার পর গত ফেব্রুয়ারি মাসে নাফীস এবং আব্দুর রাজ্জাক একসঙ্গে অবসর ঘোষণা করেন। বিসিবি ছোট্ট একটা অনুষ্ঠান করে তাদের বিদায় দেয়। এর আগেই অবশ্য দুজনেই যোগ দেন ক্রিকেট বোর্ডে।

অবসর ঘোষণার পর জাতীয় দলের সঙ্গে এটাই নাফীসের প্রথম সফর হতে যাচ্ছে। সাধারণত ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে বাংলাদেশ দলের সাথে থাকেন সাব্বির খান। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে তিনি থাকছেন না। তার জায়গায় প্রথম অ্যাসাইনমেন্টে যাচ্ছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। 

সফর উপলক্ষে আজ শনিবার জাতীয় দলের ক্রিকেটাররা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা নিয়েছে। শাহরিয়ার নাফীসও টিকা গ্রহন করেন। উল্লেখ্য, ৩৫ বছর বয়সী শাহরিয়ার নাফীস ২৪টি টেস্ট, ৭৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। একমাত্র টি-টোয়ন্টি ম্যাচটিতে তিনি আবার অধিনায়ক ছিলেন। নাফীস সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ২০১৩ সালের এপ্রিলে হারারে টেস্টে।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *