দক্ষিণ আফ্রিকার পাঁচ নারী ক্রিকেটারের করোনা শনাক্ত |

সিলেটে নমুনা পরীক্ষায় দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার (১২ এপ্রিল) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের একটি সূত্র জানায়, সম্প্রতি বাতিল হওয়া বাংলাদেশ নারী ও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের মধ্যকার সিরিজে ছিলেন এই পাঁচ ক্রিকেটার। এর মধ্যে লিয়া জনস ও সিনালো জাফটা গত ম্যাচে দলে ছিলেন। জনস চতুর্থ ম্যাচে একটি উইকেটও পেয়েছিলেন।

আক্রান্ত বাকি তিন ক্রিকেটার হলেন, মাতসিপি মারসিয়া লেটসালো, নবোলুমকো বেনেতি ও রবেইন সিয়ারলে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ চলাকালে আক্রান্ত ওই পাঁচজনসহ নারী ক্রিকেটাররা সিলেটের রোজভিউ হোটেলে অবস্থান করছিলেন। আজ সোমবার বেলা ২টায় বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রোজভিউ হোটেলের রিসিপশনিস্ট জুম্মান আহমেদ। তিনি জানান, দুপুর ১২টায় নারী ক্রিকেটাররা হোটেল ত্যাগ করেন। 


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *