রুশ টিকা ‘স্পুটনিক ভি’ অনুমোদন দিল ভারত

নয়াদিল্লী, ১৩ এপ্রিল – করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ভারত এবার রুশ টিকা ‘স্পুটনিক ভি’ অনুমোদন করেছে। ফলে জরুরি ভিত্তিতে ভারতে এই টিকা প্রয়োগে আর কোনো বাধা নেই।

সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর তৃতীয় টিকা হিসেবে ব্যবহার শুরু হবে ‘স্পুটনিক ভি’র।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্বের ৬০তম দেশ হিসেবে স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত।’

আরও পড়ুন : কোরআনের আয়াত নিষিদ্ধের আবেদন খারিজ, বাদীর জরিমানা

আনন্দবাজার জানায়, অনুমোদন পাওয়ার দিক থেকে বিশ্বের কভিড টিকার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই রুশ টিকা।

ভারতে ‘স্পুটনিক ভি’ টিকা তৈরি করছে ডক্টর রেড্ডি’জ। এই টিকা দুই ডোজের।

ডক্টর রেড্ডি’জ জানিয়েছে, ‘মডার্না’ ও ‘ফাইজারের’ পরে ‘স্পুটনিক ভি’ টিকার কার্যকারিতা সবচেয়ে বেশি, ৯১.৬ শতাংশ।

ভারতে জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য গত ১৯ ফেব্রুয়ারি আবেদন করেছিল ডক্টর রেড্ডি’জ।

ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৬০ হাজার ৬৯৪ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৮৮০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া মোট ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজারের বেশি সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। মৃতের হিসাবে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির অবস্থান অবশ্য চতুর্থ।

আগের দিন ভারতে রেকর্ড ১ লাখ ৬৯ হাজার ৯১৪ জন শনাক্ত হয় যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এদিন মারা যান ৯০৪ জন।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১৩ এপ্রিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *