চীনা দূতাবাসের পানি সংযোগ বিচ্ছিন্ন করলেন আঙ্কারার মেয়র |

তুরস্কের আঙ্কারা সিটি করপোরেশনের মেয়র মনসুর ইয়াবাস জিনজিয়াংয়ের সংখ্যা উইঘুর মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। বিষয়টি ভালভাবে নেয়নি চীনা কর্তৃপক্ষ। ওই মন্তব্যের জেরে আঙ্কারার মেয়রকে কড়া ভাষায় চিঠি দিয়ে প্রতিবাদ জানায় সেখানকার চীনা দূতাবাস। এতে ক্ষিপ্ত হয়ে দূতাবাসের পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন মেয়র। গত বুধবার এই পদক্ষেপ নেয় আঙ্কারা সিটি।

ইব্রাহিম হাসকোলোলু নামে তুরস্কের একজন সাংবাদিক এক টুইটার বার্তায় এ তথ্য জানান। স্থানীয় ‘ডুভার ইংলিশ’ নামের একটি অনলাইন নিউজপোর্টাল জানায়, উইঘুর নিয়ে মন্তব্যের জেরে সম্প্রতি চীনা দূতাবাস আঙ্কারার সিটি মেয়র মনসুর ইয়াবাস বরাবার কড়া ভাষায় চিঠি লিখে প্রতিবাদ জানায়। এরপর ক্ষিপ্ত হন মেয়র। এরপর ওই এলাকায় অবৈধ পানি সংযোগ চিহ্নিত করার অভিযান শুরু করে আঙ্কারা সিটি করপোরেশন। অভিযানে চীনা দূতাবাসের পানি সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

সূত্র: আনাদেলু এজেন্সি।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *