সড়কে দাঁপিয়ে বেড়ালো পাঁচ শতাধিক দৌড়বিদ

সূর্য তখনো পুর্ব আকাশে  উঁকি দেয়নি। উপজেলা পরিষদ মাঠে শারীরিক কসরত। মাঝে মাঝে কসরতরতদের চিৎকারে ভোরের ঠান্ডা যেন একটু দূরেই চলে যায়।সকাল ছয়টায় ম্যারাথনের উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল। এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মো. মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধবার (১৭ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে এ চিত্র চোখে পড়ে। সেখানে পাঁচ শতাধিক প্রতিযোগি প্রস্তুত হচ্ছিলেন হাফ ম্যারাথনে অংশ নিতে।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যান পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে দুটি গ্রুপ ২১ ও ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন। সাতসকালে শত শত দৌঁড়বিদের পায়ের দাঁপানোয় আখাউড়ার মানুষের ঘুম ভাঙে।
প্রতিযোগিতায় ২০ বছরের যুবক থেকে শুরু করে ৬১ বছর বয়সীরাও অংশ নেন। ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *