বিজেপি বলছে ‘নাটক’ হামলায় আহত মমতা

নির্বাচনী প্রচারণায় গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় চলছে রাজনৈতিক দোষারোপ। এ ঘটনার পর মমতা দাবি করেন, চার-পাঁচজন মিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ঘটনার পরপরই দেহরক্ষীরা মমতাকে টেনে তুলে গাড়িতে ওঠান এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সড়কপথে কলকাতায় ফিরিয়ে নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
হাসপাতালের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, মমতার চিকিৎসার জন্য প্রাথমিকভাবে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এক্স-রে করার পর তার চোট গুরুতর হলে রাতেই পায়ে প্লাস্টার করা হবে। এমনটা হলে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে তৃণমূল কংগ্রেসের নেত্রীকে।
এদিকে ভারতের শাসক দল বিজেপির নেতারা বলছেন, দুর্ঘটনাকে হামলা বলে চালিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে সহানুভূতি আদায়ের জন্য ‘নাটক’ করছেন তিনি। খবর এনডিটিভির
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন মমতা। বুধবার মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রামে প্রচারণায় নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। রেয়াপাড়ায় একটি মন্দিরে পূজা দিয়ে বেরোনোর সময় তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে তার মাথা, কপাল ও পায়ে আঘাত লাগে। গোটা ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেন মমতা।
 
এদিকে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘এটা নিছক একটি দুর্ঘটনা। অথচ তিনি (মমতা) এটাকে হামলার রূপ দিতে চাইছেন, যা গ্রহণেযাগ্য নয়। ওই সময় চারপাশে নিরাপত্তা কর্মকর্তারা তাকে ঘিরে ছিলেন।’
এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির ভাইস প্রেসিডেন্ট অর্জুন সিংহ প্রশ্ন রেখে বলেন, ‘তার (মমতার) গাড়িবহরে কি তালেবানরা হামলা করেছে? ওই সময় তার চারপাশে পুলিশ ও আইপিএস নিরাপত্তা কর্মকর্তারা ছিল। কে তার পাশে ঘেঁষবে? হামলা নয়, বরং ভোটের আগে সহানুভূতি আদায়ের জন্য নাটক করছেন তিনি।’
এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে টুইট করেছেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘মমতা দিদির ওপর হামলার তীব্র নিন্দা জানাই। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি।’
কংগ্রেস নেতা অভিজিত মুখার্জি টুইট করে লিখেছেন, ‘আমি মমতা দিদির দ্রুত আরোগ্য কামনা করি। জড়িতদের অবশ্যই সাজা পেতে হবে। দিদি, আপনি যে কঠিন লড়াইয়ে আছেন তাতে এগিয়ে যাবেন এবং বিজয়ী হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *