চা খরচের কথা বলে ছয় লাখ টাকা চাঁদা

 বাংলাদেশ ভারতের যৌথ বর্ডারহাট (সীমান্ত হাট) খুলে দেওয়ার দাবি জানিয়ে চা খরচের কথা বলে ছয় লাখ টাকা চাঁদা তোলা হয়েছে।কুড়িগ্রামের রাজীবপুরের বালিয়ামারী সীমান্তে অবস্থিত হাটের ২৫ বিক্রেতার কাছ থেকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ছয় লাখ টাকার বেশি আদায় করা হয়েছে। ওই চাঁদা বর্ডারহাট ব্যবস্থাপনা কমিটির সদস্যদের চা খরচের জন্য উঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন হাটের বিক্রেতা সমিতির সভাপতি সুরুজ্জামান। বিষয়টি নিয়ে হাটের ক্রেতাবিক্রেতা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বর্ডারহাটের একাধিক বিক্রেতা জানান, কয়েকদিন আগেই আমাদের বিক্রেতাদের কাছ থেকে ২০ হাজার করে টাকা নিয়েছে। আজ আবারো পাঁচ হাজার করে তুলছেন বিক্রেতা সমিতির সভাপতি আলহাজ্ব সুরজ্জামান। দ্রুত হাট খুলে দেওয়ার নামের এই অর্থ হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও স্যারের চা খরচের জন্য ব্যয় করা হয়েছে বলে জানা গেছে।
একজন বিক্রেতা বলেন, ‘বিক্রেতাদের কাছ থেকে উঠানো অর্থ প্রকৃতপক্ষে হাট ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দেওয়া হয়েছে কিনা তা ওই দুই বিক্রেতাই বলতে পারবেন। শুধুমাত্র চা খরচের জন্য এত টাকা উঠানোর কোনো প্রয়োজন ছিল না বলেই আমি মনে করি। আমি ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে হুমকি দিয়ে বলে বিক্রেতার কার্ড বাতিল করা হবে।’
বর্ডারহাটের বিক্রেতা ও ইউপি সদস্য বাবু মিয়া বলেন, ‘টাকা তোলা হয়েছে এটা সত্য। কত টাকা করে তোলা হয়েছে তা ভালো বলতে পারবেন বিক্রেতা সমিতির সভাপতি। কেননা তিনি নিজেই ওই অর্থ তুলেছেন।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বর্ডারহাটের বিক্রেতা সমিতির সভাপতি আলহাজ্ব সুরুজ্জামান বলেন, ‘কিছু টাকা উঠানো হয়েছে এটা ঠিক। কিন্তু বিক্রেতারা সবাই মিলে ওই সিদ্ধান্ত নিয়েছে। ওই অর্থ বার্ডরহাট ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য চা খরচ, কুড়িগ্রাম ডিসি অফিসে যাতায়াত এবং ঢাকায় মন্ত্রণালয়ে খরচ করা হয়েছে। এখানের আমার একার কোনো বিষয় না।’
বর্ডার হাট ব্যবস্থপনা কমিটির সভাপতির পক্ষে দায়িত্বপালনকারি রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম বলেন, ‘বিক্রেতাদের কাছ থেকে চা খরচের কথা বলে ছয় লাখ টাকা তোলার বিষয়ে আমি কিছুই জানি না। কেউ আমাকে জানায়নি। তাছাড়া এভাবে টাকা তোলার কোনো নিয়ম নেই। আমি যেটুকু জানি, বর্ডারহাট খুলে দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই হাট খুলে দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *