৪৬৫ পিস ইয়াবাসহ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বিশেষ অভিযান চালিয়ে ৪৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ার ধুনট উপজেলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
আজ রবিবার দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পূর্বধারাবর্ষা গ্রামের ছোহরাব আকন্দের ছেলে বোহাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া (৩৫) ও চরমাঝিড়া গ্রামের জলিল মুন্সির ছেলে ইউনিয়ন যুবলীগের সদস্য সাইফুল সেখ (৪০)।
এর আগে শনিবার সন্ধ্যার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাসি করে ৪৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, জিয়াউর ও সাইফুল এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তারা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যার দিকে তারা শহড়াবাড়ি ঘাট এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামি জিয়াউর রহমান ও সাইফুল শেখ অনেক দিন থেকে মাদক বিক্রির সাথে জড়িত ছিল। মাদক মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *