ঔষধ শিল্প সমিতির সভাপতি হলেন নাজমুল হাসান |

সভাপতি নাজমুল হাসান ও মহাসচিব এস এম শফিউজ্জামান

গতকাল বুধবার (৩১শে মার্চ ২০২১) সমিতির ৫০তম বার্ষিক সাধারন সভায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বসম্মতিক্রমে ফার্মাটেক কেমিকেলস লি: এর চেয়ারম্যান নাজমুল হাসান, এমপি-কে সভাপতি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যলস লি: চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির-কে সিনিয়র সহ-সভাপতি, গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লি: এর চেয়ারম্যান মো: হারুনুর রশীদ-কে, সহ-সভাপতি, হাডসন ফার্মাসিউটিক্যালস লি: এর ব্যবস্থাপনা পরিচালক এস এম শফিউজ্জামান-কে, মহাসচিব এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান-কে কোষাধ্যক্ষ হিসেবে পুন:নির্বাচিত করেছেন। গতকাল ৩১-০৩-২০২১ তারিখে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত ৫০তম বার্ষিক সাধারন সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়া বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম এমপি, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হায়দার হোসেন, জে এম আই ইন্ডাস্ট্রিয়ার গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুর রাজ্জাক, নুভিস্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ রাব্বুর রেজা, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেন, ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন, রেনাটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়সার কবীর, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোস্তাফিজুর রহমান, এসিআই হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মুহিবুজ্জামান, এমিকো ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুল ইসলাম, নোভারটিজ(বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোহাম্মাদ রিয়াদ মামুন প্রধানী, ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান, ভেরিতাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শারিতা মিল্লাত, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক তাসনীম সিনহা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (কেমিক্যাল ডিভিশন) এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ মিজানুর রহমান সমিতির ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
উপদেষ্টা পরিষদ (২০২১-২০২২ ও ২০২২-২০২৩):
উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, এমপি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মি: তপন চৌধুরী, জেনারেল ফার্মাসিউটিক্যালস লি: এর ব্যবস্থাপনা পরিচালক ডা: মোমেনুল হক, মেডিমেট ফার্মাসিউটিক্যালস লি: এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তারিক-উল ইসলাম, জিসকা ফার্মাসিউটিক্যালস লি: এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম খান।
সভায় উপস্থিত সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দসহ সকল সদস্যগন ঔষধের মান নিয়ন্ত্রন, জনগনের জন্য স্বল্পমূল্যে মানসম্মত ঔষধেব ব্যবস্থা করা এবং নকল, ভেজাল ও নিম্মমানের ঔষধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। ভবিষ্যতে বাংলাদেশের ঔষধ শিল্পকে বহি:বিশ্বে সুনাম অর্জনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহনের জন্য সকল প্রকারের কার্যক্রম গ্রহন করা হবে বলে সভাপতি ও মহাসচিব সদস্যবৃন্দকে আস্বস্ত করেন। করেনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমন পরিস্থিতি সামনে রেখে সকলকে সকল ধরনের প্রস্তুতি গ্রহন এবং কভিড-১৯ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সুরক্ষা গ্রহন তথা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার উপদেশ প্রদান করে সভার সমাপ্তি ঘোষনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


Source: Kalerkantho.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *