কবরী আমাদের প্রথম যুগের বড় তারকা : জয়া আহসান

ঢাকা, ১৭ এপ্রিল – পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে কবরী। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে বইছে শোকের মাতম। কিংবদন্তি এই অভিনেত্রীকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন তার ভক্ত, সহকর্মীরা।

জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যে খুব প্রশস্ত একটা রাজপথে উঠে গেছে, তা তো নয়। তবু আমরা যারা এর বন্ধুর পথ ধরে হাঁটছি, সেটি যাঁদের কষ্টে তৈরি হয়েছে কবরী তাঁদের একজন। কোত্থেকে এসে সারা দেশের চিত্ত জয় করেছিলেন নিমেষে।’

আরও পড়ুন : রাষ্ট্রীয় সম্মানে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবরী

তিনি আরও লিখেছেন, ‘পাকিস্তান আমলের উর্দু ছবির রাজত্বে তিনি আর রাজ্জাক বাংলা ছবিকে কী জনপ্রিয়ই না করে তুলেছিলেন। তাঁর চরিত্রের মধ্যে বাঙালি মেয়ের সজল প্রতিচ্ছবি পেয়েছিলেন দর্শকেরা। কবরী আমাদের প্রথম যুগের বড় তারকা। আকাশে জ্বলজ্বল করবেন সব সময়।’

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কবরী৷ তাই তার দাফনকাজে থাকছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি৷ আজ (১৭ মার্চ) বাদ জোহর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন কবরী।

এন এইচ, ১৭ এপ্রিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *