করোনায় আরও ৯৫ মৃত্যু, শনাক্ত ৪২৮০

ঢাকা, ২১ এপ্রিল – দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। ২৮ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে ৪ হাজার ২৮০ জন রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮৩ জনে।

আরও পড়ুন : এবার রাজশাহীতে ভিপি নুরের বিরুদ্ধে মামলা

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ২৮০ জন। পরীক্ষার অনুপাতে শনাক্ত ১৫.০৭ শতাংশ। এ নিয়ে শনাক্তের সংখ্যা সাত লাখ ৩২ হাজার ৬০ জন।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৭২ জন। এতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২১ এপ্রিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *