আটা-ফিটকিরি-চিনি দিয়ে তৈরি হতো গুড়, মালিকের জেল |

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে একব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড এবং একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন লালপুর উপজেলার পুরাতন ইশ্বরদী এয়ারপোর্ট মোড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে রবিউল ইসলাম।

এর আগে র‌্যাবের একটি টিম উপজেলার পুরাতন ইশ্বরদী এয়ারপোর্ট মোড়স্থ সর্দার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলামকে ভেজাল গুড় ও ভেজাল গুড় তৈরির উপকরণসহ আটক করে।

র‌্যাব জানায়, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল শুক্রবার দুপুরে সর্দার মার্কেট অভিযান চালায়। এ সময় ১২০০ কেজি ভজাল গুড়, ১০ কেজি সাদা আটা, ১২ কেজি ফিটকিরি এবং ৯০০ গ্রাম চিনি উদ্ধার করে। পরে ভ্যাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তারের আদালত রবিউল করিমকে বিনাশ্রম ৩ মাসের জেল ও একলাখ টাকা জরিমানা করেন। 


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *