নকলায় ভেজাল সেমাই ও নকল জুস কারখানায় অভিযান |

শেরপুরের নকলায় ৩টি নকল সেমাই ও জুস কারখানায় অভিযান চালিয়ে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

নকলা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদ ও জামালপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর রব (১৪) কমান্ডার এ এস পি এম সবুজ (রানা) অভিযান পরিচালনা করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটানা এই ভেজাল খাদ্যবিরোধী অভিযান পরিচালনা করেন।

নকলা পৌরসভার বাজার্দী ও কায়দা গ্রামে ২টি ভেজাল সেমাই কারখানায় অভিযান চালিয়ে আঙুর মিয়া (৩৫) আ. জলিল (৫৫) ও আলমগীর হোসেন (৪০) তিন জনকে ৫০ হাজার করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং নকলা ৫নং ওয়ার্ড ইশিবপুর গ্রামে ফাহিম সুজি ও জুস জর্দা কারখানায় অভিযান চালিয়ে নকল জুস উৎপাদনে জন্য সোহেল রানা নিজামকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

আটককৃত সেমাই কারখানার মালামাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। ভবিষ্যতে এসব ভেজাল খাদ্য তৈরি করবে না বলে মুচলেকা নেওয়া হয়।

পরবর্তীতে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ভেজালবিরোধী অভিযানে ভেজাল কারখানা পরিদর্শন করে এসে উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রশাসন ভেজালবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান। 


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *