পদত্যাগ করতে পারেন মির্জা আব্বাস

ঢাকা, ২৯ এপ্রিল– বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিএনপির সঙ্গে যুক্ত মির্জা আব্বাস পদত্যাগ করতে পারেন। কয়দিন আগে ইলিয়াস আলীর নবম মৃত্যুবার্ষিকী এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে ইলিয়াস আলীর গুম হওয়ার পেছনে সরকার নয়, বিএনপি নেতাকর্মীরাই দায়ী। এই বক্তব্যটি নিয়ে বিএনপির মধ্যে তোলপাড় চলে। তারপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে কারণ দর্শানোর নোটিশ তিনি গ্রহণ করেন এবং জবাবও দিয়েছিলেন।

জানা যায় যে, কারণ দর্শানোর নোটিশে তিনি বলেছিলেন যে ইলিয়াস আলীর সম্পর্কে তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন তা ভুলভাবে মিডিয়াতে উপস্থাপিত হয়েছে। তিনি আসলে এধরনের কথা বলেনি। তিনি কি বলেতে চেয়েছেন সেই ব্যাখ্যা তিনি কারণ দর্শানোর নোটিশে দিয়েছেন। কিন্তু বিএনপির হাইকমান্ড তারেক জিয়া কারণ দর্শানোর নোটিশে অসন্তুষ্ট হয়েছেন। তারেক জিয়া চাইছেন যে মির্জা আব্বাস নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করুক বক্তব্যের জন্য। এই বার্তাটি আজ মির্জা আব্বাসকে দেয়া হয়েছে। এটি জানার পর মির্জা আব্বাস ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তিনি পদত্যাগের কথা ভাবছেন। যেকোনো সময় তিনি পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। তবে বিএনপি মহাসচিব তাকে বুঝানোর চেষ্টা করছেন। এখন অপেক্ষার বিষয় মির্জা আব্বাস কি করেন।

সূত্র: বাংলা ইনসাইডার
এম এন / ২৯ এপ্রিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *