লাকসামে করোনায় আরো একজনের মৃত্যু |

কুমিল্লার লাকসামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ জন। এই পর্যন্ত উপজেলায় করোনায় মারা গেছেন ২৩ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৯ জন। করোনায় মৃত ব্যক্তি হলেন, লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকার নুরুর রহমান (৬৮)।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন জানান, শনিবার (১ মে) ৪০ জনের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টে ১০ জনের করোনা পজিটিভ এবং অন্য ৩০ জনের নেগেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন নতুন ও অপর একজনের দ্বিতীয় নমুনায় পজিটিভ এসেছে। তিনি জানান, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৫২৮ জন সুস্থ হয়েছেন।

চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন আরো জানান, লাকসাম উপজেলায় এই পর্যন্ত সংগ্রহকৃত ৩ হাজার ২০৮ জনের নমুনার সবগুলোর রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টে দেখা গেছে, ৬৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২ হাজার ৫৩৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত ১১৮ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, লাকসামে করোনা সংক্রমিত রোগী ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে, যা উদ্বেগজনক। সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, কারো করোনা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শসহ নমুনা দেওয়ার পাশাপাশি হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা আবশ্যক। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *