নন্দীগ্রামের ফল আপাতত স্থগিত, ভোট পুনর্গণনা হতে পারে |

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত করা হয়েছে। আজ রবিবার রাতে এ ঘোষণা দেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব। রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাবের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, নতুন করে গণনা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। 

আজ রবিবার সন্ধ্যায় সংবাদসংস্থা এএনআই জানিয়েছিল, ১,২০০ ভোট জিতেছেন মমতা। কিন্তু পরে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, শুভেন্দু জিতেছেন। তা নিয়ে মমতা জাানান, কিছু অনিয়ম হয়েছে। আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। তারই মধ্যে তৃণমূলের পক্ষ জানানো হয়, এখনও নন্দীগ্রামে গণনা চলছে।

পরে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব ওই আসনের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত করেন।
সূত্র: আনন্দবাজার।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *