৯১ শিক্ষার্থীর জন্য ‘কিন স্কুলের’ নতুন জামা |

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ৯১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে ইদ উপহার সামগ্রী বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন কিন। বৃহস্পতিবার বিকেলে শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘কিন স্কুল’-এর শিক্ষার্থীদের মাঝে ইদবস্ত্র উপহার দেয় সংগঠনটি। 

এছাড়া কিন স্কুলের শিক্ষার্থী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে ইদ বস্ত্রের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবারের মাঝে দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

কিন স্কুলের ৯১জন শিক্ষার্থীর পরিবারসহ এ পর্যন্ত মোট ১৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কিন। এছাড়া করোনা চলাকালীন সময়ে দেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে কিন।

কিনের ৫টি উইংস এর মধ্যে অন্যতম একটি উইং হলো কিন স্কুল। ‘চেনা হোক প্রতিমুখ শিক্ষার আয়নায়’ এই মূলমন্ত্রকে ধারন করে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ‘কিন স্কুল’।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *