দলের ৮ মুসলিম প্রার্থীরই হার, ক্ষোভে ‘সংখ্যালঘু মোর্চা’ ভাঙলো বিজেপি

দিসপুর, ০৭ মে– ভারতের আসাম রাজ্যের বিধানসভা নির্বাচনে কাঙ্ক্ষিত জয় পেয়েছে কেন্দ্রের ক্ষমতায় থাকা দল বিজেপি। কিন্তু জয়েও স্বস্তি নেই দলটির। কারণ রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকায় ভোটার টানতে পারেননি তারা। সেখানে আট মুসলিম প্রার্থীর সবাই ভরাডুবি করেছেন দলকে। তাই ক্ষোভে ‘সংখ্যালঘু মোর্চা’ জোটকেই ভেঙে দিলো বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদনে বলা হয়, আসামে মুসলিম অধ্যুষিত এলাকার অধিকাংশ বুথে ২০টিরও কম ভোট পেয়েছেন বিজেপির প্রার্থীরা। এই সংখ্যা বুথ কমিটির সদস্যদের থেকেও কম। তার জেরে গত বুধবার কঠিন সিদ্ধান্ত নেয় বিজেপি। এক বিবৃতিতে বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাস জানিয়েছেন, সংখ্যালঘু মোর্চার রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের কমিটি ভেঙে ফেলা হচ্ছে।

আসামের মোট ১২৬ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৭৫টি আসন, কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট জিতেছে ৫০টি আসনে। তবে এনডিএ তথা বিজেপির ৮ জন মুসলিম প্রার্থীই সেখানে হেরেছেন, যেখানে কংগ্রেসের মহাজোটের ৩১ জন প্রার্থী ভোটে জিতে বিধানসভায় যাচ্ছেন। লজ্জায় মাথা কাটা গেছে গেরুয়া শিবিরের। তাই ঢাকঢোল পিটিয়ে তৈরি করা সংখ্যালঘু মোর্চাই তুলে দিয়েছে বিজেপি।

সূত্র: আমাদের সময়
এম এন / ০৭ মে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *