বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল সিনোফার্মের টিকা |

চীনের রাষ্ট্রায়ত্ত কম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। গতকাল শুক্রবার এ অনুমোদন দেওয়া হয় বলে বার্তা সংস্থা এএফপি জানায়।

পশ্চিমা দেশগুলোর বাইরে উদ্ভাবিত করোনাভাইরাসের কোনো টিকা এই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবুজ সংকেত পেল। সিনোফার্মের এই টিকার দুটি ডোজ দিতে হয়।

সিনোফার্ম ছাড়া চীনা আরেক কম্পানি সিনোভ্যাকের তৈরি করা টিকা এরই মধ্যে চীনসহ অর্ধশতাধিক দেশে প্রয়োগ করা হয়েছে।

এর আগে ফাইজার-বায়োএনটেক, মর্ডানা, জনসন অ্যান্ড জনসন এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারত ও দক্ষিণ কোরিয়ায় উত্পাদন হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ (শুক্রবার) সিনোফার্মের কডিভ-১৯ টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে নিরাপদ, কার্যকর ও মানসম্পন্ন ছয়টি টিকার অনুমোদন দেওয়া হলো।

রয়টার্স জানায়, এই প্রথম চীনে তৈরি কোনো সংক্রামক রোগের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহারের অনুমোদন পেল।

বিশ্বের যে অর্ধশতাধিক দেশ এরই মধ্যে সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে, তার মধ্যে বাংলাদেশ রয়েছে।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *