হিরোইনসহ যুবলীগ নেতা আটক |

পাবনার ঈশ্বরদীতে হিরোইনসহ সোহেল রানাকে (৪৫) আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেলের সদস্যরা ঈশ্বরদী বাজারের জাকির সুপার মার্কেট থেকে তাকে আটক করে। সোহেল ঈশ্বরদী পৌরসভার ৪নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও শহরের মশুড়িয়া পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে। এ সময় তার নিকট থেকে ২০ গ্রাম হেরোইনসহ নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

একাধিক সূত্র জানান, সোহেল দলীয় ক্ষমতা ব্যবহার করে ও স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার ছত্রছায়ায় প্রথমের দিকে ফেনসিডিলের ব্যবসা চালিয়ে আসছিলো। এরপর সে হিরোইন ব্যবসা করে আর্থিকভাবেও প্রভাবশালী হয়ে উঠেছে। মাদক ব্যবসাকে লোকচক্ষুর আড়াল করতে ঈশ্বরদী বাজারের জাকির সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বিশাল পরিসরে ‘সিনথিয়া সু’ নামে একটি দোকান দিয়েছেন। জুতা স্যান্ডেলের ব্যবসার আড়ালেই সোহেল হিরোইন ব্যবসা চালিয়ে আসছিলো।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেল ঈশ্বরদীর ইনচার্জ সানোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে আটক সোহেল জুতা স্যান্ডেলের ব্যবসার আড়ালে হিরোইনসহ বিভিন্ন ধরণের মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে দুই গ্রাম হিরোইনসহ আটক করা হয়। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বিশেষ উপায়ে রাখা আরো ১৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য দুই লাখ টাকা। তার বিরুদ্ধে আরো চারটি মাদক মামলা রয়েছে। 


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *