গোবরে করোনাভাইরাস সারে না, সকর্তবার্তা চিকিৎসকদের

নয়াদিল্লী, ১১ মে – গোবর ব্যবহারে করোনাভাইরাস সারে এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানিয়েছেন ভারতীয় চিকিৎসকরা। এটি ব্যবহারে অন্যান্য রোগ বিস্তারের ঝুঁকি বাড়ে বলে সতর্ক করেছেন তারা।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ডা. জেএ জয়ালাল বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে গোবর এবং গোমূত্র কার্যকারিতার কোনো শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা পুরোপুরি বিশ্বাসনির্ভর। তাছাড়া শরীরে গোবর মাখার বেশ স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। এর মাধ্যমে পশু থেকে মানবদেহে রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে। খবর রয়টার্সের

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গোবর একটি পবিত্র বস্তু। তাদের বিশ্বাস, গোবরে চিকিৎসার ও জীবাণুনাশক ক্ষমতা আছে। এ কারণে তারা ঘর পরিস্কার কিংবা ধর্মীয় আচারে গোবর ব্যবহার করে। এ বিশ্বাসে উদ্ধুদ্ধ হয়ে পশ্চিম ভারতের গুজরাটে রাজ্যের কিছু মানুষ করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সপ্তাহে একবার গোবর এবং গোমূত্র তাদের শরীরে মাখছেন। তাদের বিশ্বাস, এগুলো করোনভাইরাসের বিরুদ্ধে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে।

ভারত এবং বিশ্বজুড়ে চিকিৎসক ও বিজ্ঞানীরা করোনার বিকল্প চিকিৎসার ব্যাপারে বারবার সতর্ক করছেন। তারা বলছেন, শরীরে এভাবে গোবর ব্যবহার করলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

করোনাভাইরাস মহামারিতে ভারত এখন বিপর্যস্ত। এখন পর্যন্ত দেশটিতে ২২ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ এই মহামারিতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের।

সূত্র : সমকাল
এন এ/ ১১ মে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *