ম্যানইউ’র হারে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি |

লেস্টার সিটির কাছে হেরে অপরাজেয় পথচলায় ছেদ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাতে উৎসবে মেতে উঠল নগরীর আরেক প্রান্ত। লেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের সফলতম দলটি হেরে যাওয়ায় শিরোপা জয় নিশ্চিত হয়ে গেল পেপ গার্দিওলার দলের। এই নিয়ে গত চার বছরে তিনবার প্রিমিয়ার লিগ জয় করলো ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার (১১ মে) বিকেলে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি ২-১ গোলে জিতেছে লেস্টার। লুক টমাসের গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর সমান টানেন ম্যাসন গ্রিনউড। দ্বিতীয়ার্ধে সফরকারীদের জয়সুচক গোলটি করেন চালার সুইয়োনজু।

সিটির মাথায় মুকুট উঠতে পারতো গত শনিবারই। তবে সেদিন ঘরের মাঠে চেলসির বিপক্ষে হেরে অপেক্ষা বাড়ে দলটির। লেস্টারের এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই পঞ্চমবারের মতো শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি।

৩৫ ম্যাচে ২৫ জয়, পাঁচ ড্র আর পাঁচ হারে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮০। সমান ম্যাচে দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৭০। এক ম্যাচ বেশি খেলা লেস্টার সিটি ৬৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। ৬৪ পয়েন্ট নিয়ে চারে চেলসি ৫৮ পয়েন্ট নিয়ে পাঁচে ওয়েস্ট হাম এবং গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল ৫৭ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে।

লিগ কাপ শিরোপা আগেই ঘরে তুলেছে সিটি। এবার জিতল প্রিমিয়ার লিগ। আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসিকে হারাতে পারলেই ট্রেবল পূর্ণ হবে গার্দিওলার অধীনে দারুণ ছন্দে থাকা দলটির।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *