ন্যানসিকন্যা রোদেলার প্রথম মৌলিক গান

ঢাকা, ১৩ মে – দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বড় মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। গান গেয়ে এরইমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার হাজির হয়েছেন প্রথম মৌলিক গান নিয়ে।

বুধবার (১২ মে) সন্ধ্যায় ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছে রোদেলার ‘আমি উড়ে যেতে চাই’। গানের কথা লিখেছেন মহসীন মেহেদী ও এহসান রাহী। সুর করেছেন এহসান রাহী। সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ভিডিওগ্রাফিতে ছিলেন চন্দন রায় চৌধুরী।

খবরটি ন্যানসি তার ফেসবুকে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আর কিছুক্ষণের মধ্যেই ঈগল মিউজিকের ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে আমার বড় মেয়ে রোদেলার প্রথম মৌলিক গান। রোদেলা পেশা নয়, ভালোলাগা, ভালোবাসা থেকেই গান গায়। মা হিসেবে আমার বিশ্বাস, বয়সের সাথে সাথে ওর কণ্ঠ আরও পরিণত হবে এবং ও আরও ভালো গাইবে। সবাই ওর গান শুনবেন, উৎসাহ দেবেন। ধন্যবাদ।

এর আগে নজরুল ও রবীন্দ্রসংগীত গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিলেন রোদেলা। মাঝেমধ্যে মায়ের সঙ্গে বিভিন্ন লাইভে গান করেও পেয়েছেন বাহবা।

এছাড়াও রোদেলা কণ্ঠে তুলেছেন প্রয়াত কিংবদন্তি সুরকার-সংগীত পরিচালক লাকী আখান্দের বিখ্যাত গান ‘আমায় ডেকো না’। ন্যানসির নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। নতুনভাবে গানটির সংগীতায়োজন করেছেন রাজীব ঘোষ।

এন এইচ, ১৩ মে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *