বাংলাদেশে আসতেই লঙ্কানদের পাঠানো হবে কোয়ারেন্টিনে |

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল রবিবার বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল। বাংলাদেশের মাটিতে পা রাখার পর তাদেরকে সরাসরি হোটেল কোয়ারেন্টিনে পাঠানো হবে। এরপর থেকে শুরু হবে দফায় দফায় করোনা পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে লঙ্কানরা অনুশীলন করার অনুমতি পাবে। ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে।

ভাড়া করা বিশেষ বিমানে করে বাংলাদেশে আসবে লঙ্কানরা। মঙ্গলবার পর্যন্ত তারা টিম হোটেলে কোয়ারেন্টিন থাকবেন। সেখানে দলের সব খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফের দুই বার করোনা পরীক্ষা করা হবে। দুবার করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই বুধবার থেকে অনুশীলন শুরু করতে পারবেন লঙ্কানরা।

বুধবার থেকে বাংলাদেশ দলও অনুশীলন শুরু করবে। অতিথিদের অনুশীলনের জন্য মিরপুর একাডেমি মাঠ বরাদ্দ আছে। এরপর শুক্রবার দুই দলে ভাগ হয়ে সাভারের বিকেএসপিতে একটি অনুশীলন ম্যাচ খেলবে। সিরিজ শেষে ২৯ মে ভাড়া বিমানে করে দেশের উদ্দেশে ঢাকা ছাড়বেন কুশল পেরেরা বাহিনী। সবগুলো ম্যাচ হবে দিবারাত্রির। ভেন্যু মিরপুর স্টেডিয়াম।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *