বিশ্বে করোনায় মৃত্যু ৩৪ লাখ ছাড়াল |

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৫৯৫ জন এবং মারা গেছে ৩৪ লাখ চার হাজার ২৭৯ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৪ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৩৭৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৯৪৩ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ এক হাজার ৭০৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন এবং মারা গেছে ছয় লাখ ৫৩৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৫২ লাখ ২৭ হাজার ৯৭০ জন এবং মারা গেছে দুই লাখ ৭৮ হাজার ৭৫১ জন। 

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৫৬ লাখ ৬১ হাজার ১০৬ জন এবং মারা গেছে চার লাখ ৩৬ হাজার ৮৬২ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *