ভারতের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে দুই টিকার কার্যকরিতা নিয়ে গবেষণা

ফাইজার ও মডার্নার তৈরি করোনা ভ্যাকসিন ভারতের দুটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা রয়েছে বলে প্রাথমিক এক গবেষণায় পাওয়া গেছে। তবে এটি এখনও চূড়ান্ত কোনো গবেষণা নয়। কেননা এটি এখনও পিয়ার রিভিউ জার্নালে প্রকাশ করা হয়নি।

ল্যাবভিত্তিক নতুন ওই গবেষণাটি যুক্তরাষ্ট্রের এনওয়াইইউ গ্রসম্যান স্কুল অব মেডিসিন এবং এনওয়াইইউ ল্যানগোন সেন্টার পরিচালিত হয়েছে। খবর এএফপির।

সোমবার গবেষণাটির সিনিয়র লেখক নাথানিয়েল লানডাও বলেন, ‘আমরা দেখতে পেয়েছি ভ্যাকসিনগুলোর অ্যান্টিবডি এসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কিছুটা দুর্বল, তবে এতোটা নয় যে তা এসব ভ্যাকসিনগুলোর সুরক্ষা ক্ষমতাকে অকার্যকর করে দেবে।’

গবেষকরা দেখেছেন ভারতে প্রথম শনাক্ত হওয়া বি.১.৬১৭ এবং বি.১.৬১৮ ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে মডার্না ও ফাইজারের ভ্যাকসিন। নাথানিয়েল লানডাও বলেন, ‘আমাদের ফলাফল আত্মবিশ্বাসী যে বর্তমান ভ্যাকসিনই আজ পর্যন্ত শনাক্ত হওয়া সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম।’

এম এন / ১৮ মে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *