ধর্ষণসহ তিন মামলায় মামুনুল হককে জিজ্ঞাসাবাদ শুরু |

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে ৯ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রির্সোটে ভাঙচুর, স্থানীয় যুবলীগ নেতার বাড়িতে হামলা ও কথিত স্ত্রীর করা ধর্ষণের আলাদা ৩ মামলায় তিনদিন করে ৯ দিনের রিমান্ডে আনা হয়েছে মামুনুল হককে। মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে জেলা গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ শুরু করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সোনারগাঁ থানায় জান্নাত আরা ঝর্ণার দায়েরকৃত ধর্ষণের মামলা জিজ্ঞাসাবাদ শুরু করেছে মামলার তদন্ত কর্মকর্তা। রয়েল রির্সোটে ভাঙচুর, স্থানীয় যুবলীগ নেতার বাড়িতে হামলার মামলায় আরো ৬ দিন জিজ্ঞাসাবাদ করা হবে। পরে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ৯ দিনের রিমান্ড শেষে বিস্তারিত জানানো হবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, মামুনুল হককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মামলার তদন্তকারী কমকর্তা। জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত বিষয়গুলো বের হওয়ার পর আমরা সাংবাদিকদের সাথে কথা বলব।

গত ১২ মে পাঁচ মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে ১৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর মধ্যে রয়েল রির্সোটে ভাঙচুর, যুবলীগ নেতার বাড়িতে হামলা ও কথিত স্ত্রীর করা ধর্ষণের ৩ মামলায় ৯ দিনের রিমান্ড আনা হয়েছে মামুনুল হককে।

এছাড়া হেফাজতে ইসলামের হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের সিদ্ধিরগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় আরো ৩টি মামলায় মামুনুল হককে আরো ৯ দিনের রিমান্ডে পেয়েছে সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরবর্তীতে তারা ৯ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *