করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন ক্রিকেটাররা |

শ্রীলঙ্কা সফরের জন্য শুক্রবার ২১ সদস্যে দল স্কোয়াড  ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে থাকা ক্রিকেটাররা প্রায় দুই মাস পরে আজ দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন। নিউজিল্যান্ডে সফর করে আসা ক্রিকেটাররা গত ফেব্রুয়ারি মাসেই করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।

শ্রীলঙ্কার উদ্দেশে ক্রিকেটাররা দেশ ত্যাগ করবেন আগামী ১২ এপ্রিল। সেই লক্ষ্যেই আজ করোনার টিকা নিয়েছেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ পুরো কোচিং, বিসিবির স্টাফসহ মোট ২৯ জন। তারা সকলেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন।

টিকা গ্রহণের পরে তাসকিন আহমেদ বলেন, “আমরা একটা সফরে যাওয়ার আগেও দিয়েছিলাম আবার ফিরে এসে দ্বিতীয় ডোজ দিতে পারলাম, খুব ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য।”

শ্রীলঙ্কা সফরের ব্যাপারে তিনি বলেন, “সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু হবে ইনশা-আল্লাহ। প্রস্তুতি ভালোই হয়েছে। ওখানে গিয়েও সময় পাবো কিছুদিন, আশা করি ভালো কিছু হবে।”

 


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *