সেন্ট ভিনসেন্ট দ্বীপে আগ্নেয়গিরির তাণ্ডব! |

ক্যারিবিয়ানের দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে লা সুফ্রিয়ের নামের এক আগ্নেয়গিরি থেকে উদগিরণ শুরু হয়েছে। দ্বীপটি এখন ধোঁয়া এবং ছাই দিয়ে ঢেকে গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার লা সুফ্রিয়ের আগ্নেয়গিরির তৎপরতা প্রথম শনাক্ত করা হয়। দ্বীপের প্রধানমন্ত্রী র‌্যাল্ফ গনসাল্ভস কথিত রেড জোনের ১৬ হাজারেরও বেশি বাসিন্দাকে জরুরিভাবে সরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ওই দ্বীপটিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় মৃত কিংবা আহতের খবর পাওয়া যায়নি। 

১৯৭৯ সালের পর এটিই সেন্ট ভিনসেন্টে প্রথম আগ্নেয়গিরি বিস্ফোরণ। তারও অনেক আগে ১৯০২ সালে এক আগ্নেয়গিরি বিস্ফোরণে এখানে এক হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। 

সূত্র: বিবিসি।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *