রক্ত-বমির ওপরে পড়েছিল তারেক শামসুর রেহমানের দেহ |

শনিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দেশের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ৪ নম্বর সড়কের ১২/এ দোলনচাঁপা ভবনের ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, শোবারের ঘরের বাথরুমের সামনে তারেক শামসুর রেহমানের নিথর দেহ পড়েছিলো। সেখানে বমি ও রক্তও ছিলো। ডায়বেটিস, হৃদরোগ-রক্তচাপসহ কিছু জটিল রোগে ভুগছিলেন। 

এদিকে একা বাসায় থাকা এবং হঠাৎ মৃত্যুর কারণ খতিয়ে দেখবে পুলিশ। চুরি-ডাকাতি বা ব্যক্তিগত বিরোধ থেকে তাকে হত্যা বা অন্য কোনো বিষয় আছে কিনা সেটি তদন্ত করা হবে।

ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) শচীন মল্লিক গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা কর হচ্ছে- অধ্যাপক শামসুর রেহমানের হার্ট অ্যাটাক হয়েছিল। তবে সব বিষয়কে সামনে রেখেই তদন্ত করা হচ্ছে। সিআইডির ক্রাইম সিন এসে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হবে।


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *