চাঁদপুরে করোনায় এক দিনেই তিনজনের মৃত্যু |

করোনার সংক্রমণে মৃত্যুর হার বেড়ে যাওয়ায় শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা সবাই চাঁদপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শনিবার দুপুর ১টায় মারা যান ফিরোজা বেগম (৭৫) নামে এক নারী, একই দিন বিকেলে আলী আরশাদ বেপারী (৭৮) এবং সন্ধ্যায় দীপক দাস (৩৩) নামে আরেক ব্যক্তি।

এই নিয়ে চাঁদপুরে করোনার শুরু থেকে এই পর্যন্ত এক শ ১৩ জন মারা গেছেন। এর মধ্যে গত ৬ দিনেই মারা যান ১২ জন।

করোনায় আক্রান্ত ফিরোজ বেগমের নিকটাত্মীয় ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৯ এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে আক্রান্ত হন তার ফুপু শ্বাশুড়ি ফিরোজা বেগম। তার অবস্থা জটিল হলে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেখানে ভর্তির কোনো সুযোগ না হওয়ায় শেষ পর্যন্ত নেওয়া হয়নি। মৃতের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ধনপদ্দীতে।

অন্যদিকে, একই উপজেলা বালিয়া ইউনিয়নের ইচুলি গ্রামের আলী আরশাদ বেপারীকে গত শুক্রবার এই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ফিরোজা বেগমের মতো তার অবস্থা জটিল হওয়ায় দুজনেই মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা যান। আর সন্ধ্যায় মারা যাওয়া জেলার ফরিদগঞ্জে সকদী রামপুর গ্রামের দীপক দাসকে একই দিন বিকেলে ভর্তি করা হয়েছিল।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনাবিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, যাদের অক্সিজেনের পরিমাণ খুব বেশি কমে যায়, তাদের জীবন রক্ষা করা কঠিন হয়ে যায়।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, চাঁদপুরে এই নিয়ে ৪ হাজার ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সব মিলিয়ে মারা গেছেন ১১৩ জন।

অন্যদিকে, সারা দেশে করোনায় আক্রান্তের হার ১৪ শতাংশ হলেও চাঁদপুরে তা ছাড়িয়ে ২২ শতাংশ হারে পৌঁছে গেছে। আশঙ্কাজনক গতিতে এই হার বাড়লেও সাধারণ মানুষজন এখন তেমন সচেতন হচ্ছেন না। 


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *