ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার আরও ৬

ব্রাহ্মণবাড়িয়া, ০৪ মে – ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানিক দল বিভিন্নস্থানে অভিযান চালিয়ে হেফাজতকর্মী ও সমর্থক এ ছয়জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার জেলা পুলিশের বিশেষ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার একজন ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক বেল্লাল হোসেন। তাকে শহরের কান্দিপাড়ার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামন থেকে সোমবার বিকেলে গ্রেপ্তার করা হয়।

তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সরকার উৎখাতের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসাসহ আশপাশের মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের নিয়ে তাণ্ডব চালিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় হেফাজতের এ পর্যন্ত ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, তাণ্ডবের স্থির ও ভিডিও চিত্র দেখে দেখে গ্রেপ্তার করা হচ্ছে। সোমবার রাত পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুইটি এবং আখাউড়া রেলওয়ে থানায় একটি। এসব মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ ছাড়াও আরও প্রায় ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, সরকারি বিভিন্ন অফিসসহ আরও গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলাম।

সূত্র : সমকাল
এন এইচ, ০৪ মে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *