ডিএসসিসি সব সময় গরিব মানুষের পাশে থাকবে: মেয়র তাপস

ঢাকা, ০৬ মে– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সব সময় গরিব ও দুস্থ মানুষের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন মেয়র ফজলে নূর তাপস। তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় দুস্থ-গরিব মানুষের জন্য ও জনকল্যাণে কাজ করে যাবে। বৃহস্পতিবার ডিএসসিসির ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের উদ্যোগে মোহাম্মদবাগ চৌরাস্তায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, করোনার এই সংকটকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ লাখ গরিব-দুস্থ পরিবারকে আড়াই হাজার টাকা করে অর্থ সহযোগিতা দিয়েছেন। এ ধরনের সহযোগিতা সারাবিশ্বে বিরল।

কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক জানান, চার হাজার পরিবার ও তিন হাজার দলীয় নেতাকর্মীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি চিনি, এক কেজি তেল, আধা কেজি ডাল, লাচ্ছা সেমাই, লবণ, গুঁড়া দুধ, একটি শাড়ি অথবা থ্রি-পিস, একটি পাঞ্জাবি ও লুঙ্গি দেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : সমকাল
এম এন / ০৬ মে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *