অবশেষে সুন্দরবনের সম্পূর্ণ আগুন নিভল

বাগেরহাট, ০৮ মে – সুন্দরবনের আগুন পাঁচ দিনে সম্পূর্ণ নিভে গেছে বলে বনবিভাগ জানিয়েছে।

শুক্রবার আগুন পুরোপুরি নিভে গেছে বললেও আরও ২/১ দিন ওই এলাকা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান।

গত ৩ মে সকাল ১১টায় সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি টহল ফাঁড়ি এলাকার ২৪ নম্বর কম্পার্টমেন্টে আগুন লাগে।

এর ৩০ ঘণ্টা পর মঙ্গলবার বিকালে বনবিভাগ ও ফায়ার সার্ভিস আগুন নেভার ঘোষণা দিলেও বুধবার সকালে পোড়া অংশের কয়েকটি স্থানে ফের ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।

এরপর যেসব স্থানে তাৎক্ষণিকভাবে পানি ছিটানো শুরু হয়।

আগুনে বনের এক দশমিক ৩১ একর বনভূমি পুড়ে যাওয়ার কথা বললেও আগুর লাগার কারণ সম্পর্কে কিছুই বলেনি বনবিভাগ।

ডিএফও মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বুধবার সকাল থেকে পোড়া অংশে কয়েকটি স্থানে ধোঁয়ার কুণ্ডলী দেখার পর বনকর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভায়। পরে বাড়তি সতর্কতা অনুযায়ী ফায়ার সার্ভিসের সহযোগিতা নেয়।

“বুধ ও বৃহস্পতিবার ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে টানা দুইদিন বনের বিভিন্ন স্থানে পানি ছিটায়। শুক্রবার সারদিন পর্যবেক্ষণে থেকে নতুন করে কোনো ধোঁয়া দেখা যায়নি। তাই আমরা এখন ধরে নিচ্ছি বনের আগুন সম্পূর্ণ নিভে গেছে।”

তারপরও আগামী ২/১ দিন ওই এলাকা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে তিনি জানান।

আগুন লাগার কারণ অনুসন্ধানে গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত শুরু করেছে।

সূত্র : বিডিনিউজ
এন এইচ, ০৮ মে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *