করোনায় ঘর পরিষ্কার করার এই নিয়মগুলো মেনে চলুন |

করোনা আতঙ্কের পর থেকেই ঘর জীবাণুমুক্ত করার বিষয়ে সচেতনতা বেড়েছে। বাজারের নামীদামি ফিনাইল বা জীবাণুনাশক ব্যবহার করেছেন অনেকেই। কিন্তু এ সব রাসায়নিক দ্রব্য  ব্যবহার না করে ঘরোয়া কিছু উপাদান দিয়ে করা যায় ঘর পরিষ্কারের কাজ।

সাদা ভিনিগার: অ্যাসিড হিসেবে রান্নায় ব্যবহার করা হয় । জীবাণুনাশক হিসেবে এর ব্যবহার করা যেতে পারে। এ ছাড়াও চটচটে ময়লা তুলে ফেলতে পারে ভিনিগার।

ভদকা: শুনতে অবাক মনে হলেও এটাই সত্যি। জীবাণু পরিষ্কার করতে ভদকার জুড়ি মেলা ভার। এতে প্রায় ৪০ শতাংশ ঘনত্বের অ্যালকোহল থাকে। ফলে জীবাণু তো বটেই খুব কড়া দাগও মুছে ফেলতে পারে এটি। এমনকি কভারের কাপড়ের পুরনো বোটকা গন্ধও দূর করতে পারে ভদকা।

লেবুর রস: করোনা আতঙ্কের পর থেকে অনেকেই সকালে লেবু পানি খেতে শুরু করেছেন। কিন্তু এর পাশাপাশি লেবুর অন্য গুণও আছে। লেবুর রস জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায়। তাছাড়া লেবু দিয়ে পরিষ্কার করলে তা উজ্জ্বল হয়।

বাষ্প: ঘরে জলীয় বাষ্প তৈরি করা গেলেও, তার কারণে জীবাণুর উৎপাত কমতে পারে। অনেকেই এই পদ্ধতিতে ঘরকে জীবাণুমুক্ত করেন।

সূত্র: আনন্দবাজার


Source: kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *